ফের রক্তাক্ত মসজিদুল আল-আকসা মসজিদে ঢুকে ইজরায়েলি বাহিনী বরাবর হামলা
ফের রক্তাক্ত মসজিদুল আল -আকসা
মসজিদে ঢুকে ইজরায়েলি বাহিনীর বরাবর হামলা
ফজরের নামাজের পর মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইজরাইলি বাহিনী, দফায় দফায় চলে সংঘর্ষতে আহত হয়েছে দের শতাধিক
ফিলিস্তিনি , মসজিদের প্রাঙ্গণ থেকে আটক করা হয়েছে প্রায় 400 মানুষকে আটক করা হয়েছে
রমজানের পবিত্রতা নষ্ট করতে পরিকল্পিত ভাবে
অভিযোগ তুলেছে আল-আকসার কর্তৃপক্ষ
প্রার্থনার জায়গা রীতিমতো ধ্বংসযুজ্ঞ মসজিদের ভিতরে চলে কয়েক ঘন্টায় চলে ইসরাইলি বাহিনী তাণ্ডব রমজান মাসে দ্বিতীয় রোজার দিনে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফজরের নামাজে জড়ো হন হাজার মুসল্লী কিন্তু নামাজ শেষে বাড়ি ফিরতে পারে নাই অনেক মুসল্লী
রক্তের লেগে আছে মসজিদের জায়নামাজেই
প্রত্যক্ষদুর্শীরা বলছেন ফজরের নামাজের পরে মসজিদে ঢুকে ধরপাকক শুরু করেন ইসরাইলি বাহিনী প্রতিবাদে ফুঁসে ওঠেন মুসল্লিরা ইসরাইলে নিরাপত্তা বাহিনীর সাথে চলে দফায় দফায় সংঘর্ষ
ওইখানকার মুসল্লীরা বলতেছেন
কেমন আচরণে প্রতি দীক্ষার জানাই গোটা বিশ্বের
মুসলিমদের আলাদা ভাবে গুরুত্ব রয়েছে পৃথিবীর সবাই দেখছে ইহুদিরা কতটা বর্বরতা চালাচ্ছে ,
ইসরাইলের দাবি আল-আকসা আর এক প্রান্তে ইহুদিদের পার্থনা জায়গায় পাথর ছুড়ে ফিলিস্তিনিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চোরা হয় ইট পাটকেল
তবে মুসল্লিরা বলছেন পরিকল্পিতভাবে মসজিদে
টিয়ার গ্যাস ও রাবার বুলেট চুরেছে ইসরাইলি পুলিশ এমনকি আহতদের আনতে এম্বুলেন্স ঢুকতে বাধা দেওয়া হয়
মুসল্লিরা আরো জানান নিষ্ঠুর ভাবে মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় তারা মানুষের উপরে বর্বরতা চালায় তারা মসজিদ কম্পাউন্ডে রাবার বুলেট চালান তারা এবং বেদূরুক পিটিয়েছে এমনকি স্বেচ্ছাসেবী চিকিৎসক দলেরও
এই আচরণে পুরা বিশ্ব মুসলিম জাতি তীব্র নিন্দা জানিয়েছেন ইজরায়েলের বিরুদ্ধে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন