কেউ যদি শুবে কদরের রাতে আমল করতে চান তাহলেঃ বিস্তারিত জানোন
কেউ যদি কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...* ১/ রাত দশটার আগে আগেই তারাবীহ ইশা শেষ করে নিন মোবাইল দেখা থেকে বিরত থাকুন, ২/ বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুন ৩/ কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পড়োন, ৪/ সালাত (নামায) ৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ- (১) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। (১০০ বার করে) (২) লা ইলাহা ইল্লাল্লাহ (২০০ বার) (৩) আস্তাগফিরুল্লাহ ( যত বেশি সম্ভব হয়) (৪)বেশী বেশী দুরুদ পড়া। (৫) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার) (৬)"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার) (৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন) (৮)"সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) । (৯) "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন। (১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়। (১১) সায়্যিদুল ইস্তেগ...